No Image

Khagrachari Hill District Council


Government of the People's Republic of Bangladesh
শিক্ষাবৃত্তির জন্য আবেদনপত্র
এসএসসি সনদপত্র অনুযায়ী আবেদনকারীর নাম :  *
পিতার নাম :  *
মাতার নাম :  *
এসএসসি সনদপত্র অনুযায়ী জন্ম তারিখ :  *
দিন
মাস
বছর
মোবাইল নম্বর : *
ই-মেইল (যদি থাকে) :
জাতীয় পরিচয় পত্র নম্বর (যদি থাকে):
জন্ম সনদপত্রের নম্বর :  *
সম্প্রদায় :  *
লিঙ্গ:
অভিভাবকের বাৎসরিক আয় :  * আয় সনদপত্র অনুযায়ী বার্ষিক আয় উল্লেখ করুন।
ব্যাংক হিসাব নম্বর (যদি থাকে): ব্যাংকের ঠিকানা :
স্থায়ী ঠিকানা : * বর্তমান ঠিকানা : *
পরীক্ষা
বোর্ড/বিশ্ববিদ্যালয়
গ্রুপ / বিষয়
সিজিপিএ / জিপিএ /
সমমান
বছর
রোল
বর্তমান অধ্যয়নের তথ্য
(শুধুমাত্র অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য) :
ক্লাস / কোর্সের নাম:  * গ্রুপ / বিষয় : *
অধ্যয়নরত সেমিস্টার : * অধ্যয়নরত বছর : *
প্রতিষ্ঠানের নাম : * ঠিকানা : *
* পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করুন । ১০০ কিলোবাইটের বেশি নয় ।
* আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করুন । ৬০ কিলোবাইটের বেশি নয় ।
আবেদন দাখিল করার পূর্বে যাচাই করুন ও প্রিন্ট করুন। প্রিন্ট কপিটি প্রমানক হিসেবে সংরক্ষণ করুন । প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এসএমএস বা ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে , অত:পর নির্বাচিত প্রার্থীগণ কর্তৃক বিভাগীয় / প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ প্রিন্ট কপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দাখিল করতে হবে এবং সকল মূল কাগজপত্র ( সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশীট, আয় সনদ, জাতীয় পরিচয় পত্র ইত্যাদি ) প্রর্দশন করতে হবে ।
*   আমি এতদ্দ্বারা ঘোষণা করছি যে, উপরে প্রদানকৃত তথ্যদি সত্য ও সঠিক । যদি কোন তথ্য মিথ্যা পাওয়া যায় , কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে ।
*   আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিশেষ বিবেচনার জন্য এই আবেদন দাখিল করলাম।
বি: দ্র: :   (১) জিপিএ/সিজিপিএ/সমমানের ফলাফলে ৫ স্কেলে ৩.৫ এবং ৪ স্কেলে ৩.০০ পয়েন্টের নীচে প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
          (২) শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
          (৩) সরকারী কর্মচারীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ এবং অন্যান্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বা মেয়রের নিকট থেকে আয় সনদ নিতে হবে ।

Total Browsing Numbers
Total Hits : 741002
Today's Hits : 33